নিজস্ব প্রতিনিধি :-তিনি কিনা নেতা আবার তিনিই কিনা এই রাজ্যেরই ভোটার, এমনি প্রসঙ্গকে ঘিরে শুরু হয়েছে চরম জলঘোলা। কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় এবার এই রাজ্যের ভোটার হিসেবেই নাম উঠে গেলো মুকুল রায়ের।
মুকুল বাবু ছাড়াও এই ভোটার তালিকায় রয়েছে আরও এক হেভিওয়েট বিজেপি নেতার নাম, তিনি হলেন স্বপন দাশগুপ্ত। কিন্তু কেন তিনি এই রাজ্যের নির্বাচনে নাক গলাবেন? এই নিয়ে নতুন করে চিন্তা বেড়েছে তৃণমূলের। জানা গিয়েছে, মুকুল রায়ের পরিচয়পত্রে তাঁর ঠিকানা দেওয়া হয়েছে বীজপুর। ২০১৭ সালের অক্টোবর মাসে, বিজেপিতে যোগদানের পূর্বে মুকুল রায় সাংসদ পদ ছাড়েন। এরপরেই বিজেপির হাত ধরে তিনি কিনা আজ সর্বভারতীয় সহ সভাপতি। কিন্তু শুরু থেকেই বাংলাকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। নিজেদের অস্তিত্ব বোঝাতে তারা নিজেদের যথাসাধ্য চেস্টা চালিয়েই যাচ্ছেন। সেক্ষেত্রে তৃণমূল এগিয়ে এসে যাকে তাঁকে দিল্লির ভোটার না বলতে পারে, তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছিলেন মুকুলই। আর এবার কমিশনের লিস্টে নাম উঠতেই একটা কথা সাফ বোঝা গিয়েছে ভোট ফোকাসে ঢুকে পড়েছেন মুকুল রায়।