Breaking News

“তৃণমূল এখন ভাজা পাপর, টোকা দেওয়ার অপেক্ষা”,তৃণমূলকে খোঁচা সুজন চক্রবর্তীর

নিজস্ব সংবাদদাতা:- আসন্ন নির্বাচনে বাংলার রাজনীতি উত্তপ্ত হলেও সারা দেশ জুড়ে চলা কৃষক আন্দোলন ভোলেনি দেশের আপামর জনগন। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে, তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে, শিক্ষিত বেকার যুবকদের কাজের দাবিতে এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার মুর্শিদাবাদের সাগর দীঘিতে মুর্শিদাবাদ জেলা কৃষক জমায়েত সভা ও মিছিলের আয়োজন করা হয়। আজই সাগরদীঘিতে মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতির ২৯ তম জেলা সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল। কর্মসূচির শুরুতে শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাগরদীঘি বাজার এলাকায় পদযাত্রা করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতির নেতৃত্ব। এমনকি মিছিল শেষে সাগরদীঘি এস এন হাইস্কুল ময়দানে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী সহ মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতির নেতৃত্ব।

এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়কের করোনা টিকা নিয়ে সমালোচনাও করেন বাম পরিষদীয় দলনেতা। কর্মসূচির মাঝে সভা থেকে সুজন চক্রবর্তী বলেন বিজেপির এই মুহুর্তে বাংলায় সব থেকে বর সাল্পাই লাইনের নাম তৃণমূল কংগ্রেস। তিনি আরো বলেন, “তৃণমূল এখন ভাজা পাপর, ভাজা পাপর এমন টোকা মারলে ভেঙে পরে যায়, তৃণমূল এখন শুধু টোকা মারার অবস্থায়, টোকা মারলেই চুরমুর করে ভেঙে পড়ে যাবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *