সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- আসানসোলের কুলটিতে সপ্তম দফায় ২৬ এপ্রিল নির্বাচন | আর তার কদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মহিলা তৃণমূলের কুলটি ব্লকের সভানেত্রী সোমা দাস | কুলটির বিজেপি প্রার্থী অজয় পোদ্দারের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে সোমা দাস গেরুয়া শিবিরে যোগ দিলেন | আর যোগ দেওয়ার পরেই সোমা দাস জানালেন তিনি অসম্মানিত হয়ে দল ছেড়েছেন | সঠিক অর্থে তিনি তৃণমূল থেকে কোনও সম্মান পাননি বলে অভিযোগ তাঁর | তাঁর আরও অভিযোগ,গত ১৫ বছর ধরে রাজনীতি করলেও তার যে জায়গা পাওয়ার উচিত ছিল সেই জায়গা দল তাকে দেয়নি | পাশাপাশি এদিন তিনি কাটমানি সহ অন্যান্য বিভিন্ন বিষয় তুলে বর্তমান তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন | বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুলটি ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন তৃণমূল মহিলাদের সম্মান করতে জানে আর সেই কারণে বিজেপির বহু নেতাদের স্ত্রীরা এখনও পর্যন্ত তৃণমূলেই রয়েছে | সম্মানের সঙ্গে তারা রাজনীতি করছেন | পাশাপাশি তিনি বলেন যে ভোটের ১৫ দিন আগে যিনি পিছন দিক থেকে ছুরি মেরে চলে যেতে পারেন তিনি তৃণমূলকে কখনই ভালবাসেননি | কুলটিতে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে বলে দাবি করেছেন শুভাশিসবাবু |