নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- রাতদুপুরে উত্তর ২৪ পরগণার নৈহাটিতে শুটআউট | ফের বিজেপি কর্মীদের ওপর গুলি চালানো, মাথায় চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ | ঘটনাটি ঘটেছে নৈহাটিতে | গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মিঠুন পাশওয়ান নামে ওই কর্মীকে | জানা গেছে,রবিবার রাতে একটি পুজোর অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁকে প্রায় ৫০ জন ব্যক্তি ঘিরে ফেলে |অভিযোগ, তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা | এর মধ্যে একটি গুলি লাগে তাঁর হাতে | এরপর তাঁকে চপার দিয়েও কোপানো হয় বলে অভিযোগ | গুরুতর আহত অবস্থায় তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় | পরে অবস্থার অবনতি দেখে তাঁকে কল্যাণী যেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র | গুলিবিদ্ধ বিজেপি কর্মীর দাদা জিতেন্দ্র পাশওয়ান বলেন, বিজেপি করার অপরাধে আগেও মিঠুনকে একাধিকবার খুন করার চেষ্টা হয়েছে | তৃণমূল থেকে বারবার ডাকা সত্ত্বেও কোনও লাভ হয়নি | তাই তাঁকে ফের খুন করার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি | নৈহাটিতে শুটআউটের ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘প্রতি দফা ভোটের আগেই এভাবে বিজেপির উপর হামলা চালিয়ে লড়াই থেকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে | কিন্তু এভাবে বিজেপিকে রোখা যাবে না | কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানে স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে |’এ দিকে তৃণমূল নেতার দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা | এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই | ঘটনার তদন্তে নেমেছে নৈহাটী থানার পুলিশ |