Breaking News

নির্বাচনী বিধিভঙ্গের জের, ২৪ ঘণ্টার জন্য মমতার প্রচারে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী চব্বিশ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়,সোমবার সন্ধেয় বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দেয় নির্বাচন কমিশন| এই নিষেধাজ্ঞার জেরে সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি | তৃণমূলনেত্রীর বিতর্কিত মন্তব্যের ফলে নির্বাচনী বিধিভঙ্গ হওয়ায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর | কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব | ১৭ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন | তার আগে ২৪ ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন|

কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল|একটি মন্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সংক্রান্ত, অপর মন্তব্যটি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও প্রসঙ্গে | তাঁর এই দুই মন্তব্যের জেরে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা | তারপর এই নিষেধাজ্ঞা জারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *