প্রসেনজিৎ ধর :- প্রথম চার দফাতেই সেঞ্চুরি করে ফেলেছে বিজেপি, বর্ধমানের জনসভায় এই দাবিই করলেন নরেন্দ্র মোদি | সোমবার সভামঞ্চ থেকে মোদি দাবি করলেন, ৪ দফার ভোটে বাংলার মানুষ এত ‘চার-ছয়’ মেরেছেন যে বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে | নন্দীগ্রামেও দিদি বোল্ড আউট হয়েছেন | আর সেটা বুঝতে পেরেই তিনি রেগে যাচ্ছেন|এ দিন প্রধানমন্ত্রী বলেন,’বর্ধমানের দুটি জিনিস প্রসিদ্ধ, চাল ও মিহিদানা | বর্ধমানের মিহিদানা কি দিদি পছন্দ করেন না?তাহলে ওঁর এত তিক্ততা কোথা থেকে এল? আসলে দিদির হতাশা বাড়ছে | সবে ৪ দফা ভোটগ্রহণ হয়েছে |অর্ধেক নির্বাচনেই তৃণমূলকে আপনারা সাফ করে দিয়েছেন | ৪ দফায় বাংলার জনগণ এত চার-ছাক্কা মেরেছে, যে বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে | যাঁরা আপনাদের সঙ্গে খেলা করার কথা ভাবছিলেন, তাঁদের সঙ্গে খেলা হয়ে গিয়েছে| আপনারাই বলুন, দিদি রাগ তো স্বাভাবিক!’
পূর্ব বর্ধমানের ধান, আলু চাষি এবং তফসিলি ভোটের কথা মাথায় রেখে একে একে আক্রমণ শানিয়েছেন মোদি | কৃষকদের উন্নয়ন দিদির কাছে কখনওই অগ্রাধিকার ছিল না দাবি করে মোদি বলেন, তারা ক্ষমতার আসার পর সবার আগে কৃষকদের অ্যাকান্টে ১৮ হাজারর টাকা করে জমা করবেন | আর কোল্ড স্টোরেজ ব্যবস্থার উন্নয়ন করবেন।