Breaking News

সংযুক্ত মোর্চার প্রচারে বাধা, সভাস্থল দখল করে কর্মসূচির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,জলপাইগুড়ির কোতোয়ালি থানা ঘেরাও মোর্চার

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- এখনও আট দফার মধ্যে চার দফা ভোট বাকি বঙ্গে | আর ভোট আবহে উত্তপ্ত রাজ্য-রাজনীতি| এবার সংযুক্ত মোর্চার সভাস্থল দখল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে | জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার ঘটনা| তার প্রতিবাদে সোমবার রাতে থানা ঘিরে বিক্ষোভ দেখায় কংগ্রেস | সংযুক্ত মোর্চার অভিযোগ, সোমবার রাতে জলপাইগুড়ির কদমতলা সংলগ্ন এলাকায় জনসভা করার কথা ছিল মোর্চা প্রার্থী সুখবিলাস বর্মার | কিন্তু সেই সভাস্থল দখল করে আগেই প্রচার শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস | এমনকি পুলিশে অভিযোগ জানিয়েও শাসকদলের প্রচার বন্ধ করা যায়নি বলে অভিযোগ | যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল | তৃণমূলের সভার জেরে প্রচার কর্মসূচি বাতিল হয়েছে সংযুক্ত মোর্চার | তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে থানা ঘেরাও করে সংযুক্ত মোর্চা | যদিও পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *