প্রসেনজিৎ ধর, কলকাতা :- শীতলকুচিতে গুলিকাণ্ডে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে | বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর এই ঘটনায় এবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা রাহুল সিনহা | এবার বিজেপি নেতা রাহুল সিনহার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন | রাহুল সিনহার প্রচার ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ করল নির্বাচন কমিশন | শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তাঁকেও শো কজ নোটিস পাঠানো হল | বুধবার সকাল ১০টার মধ্যে উত্তর দিতে হবে বিজেপির রাজ্য সভাপতিকে | গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন | তার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে বিজেপি নেতারা একাধিক বার আপত্তিকর মন্তব্য করলেও, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি | নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে থাকে | এহেন পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা | শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যান ৪ জন | যা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর| তারর মাঝেই বিতর্কিত মন্তব্য করে বসেন রাহুল সিনহা | তিনি বলেন, “ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে যারা গুলি করেছে, তাদের নেত্রী আসলে মমতা বন্দ্যোপাধ্যায় | ওঁর দিন শেষ হয়ে গিয়েছে | মস্তানরাজ কায়েম করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে চলেছেন |” এরপরই বলেন, “শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছে | তাদের উপর বোমা ছোঁড়া হচ্ছে। আবারও গোলমাল করলে এই জবাবই দেবে। কেন চারজনকে মারল? ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল |” মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করার পর রাহুলের এই বিতর্কিত মন্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয় | মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি নিয়েছেন |