দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- পঞ্চম দফার ভোটপ্রচারের শেষবেলায় হেনস্থার অভিযোগ উঠল বরানগরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্রকে | হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | পার্নোর রোড শো ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বরাহনগর | এই ঘটনার প্রতিবাদে বিটি রোড অবরোধ করেছে বিজেপি | বিজেপির দাবি, শান্তিপূর্ণভাবেই মিছিল ও প্রচার করছিলেন তাঁরা | কিন্তু বিনা প্ররোচনায় তাঁদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা | পার্নোর অভিযোগ, মিছিলের মাঝে হঠাৎ করে একজন মহিলা তাঁকে মারধরের চেষ্টা করে | কিন্তু কর্মীরা আড়াল করে নেয় তাঁকে |
এরপর তৃণমূলের পতাকা দেওয়া লাঠি দিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে কয়েকজন বলে তাঁর অভিযোগ | প্রত্যক্ষদর্শী এক বিজেপি কর্মী জানান, জুতো দিয়েও তাঁদের এক কর্মীকে মারধর করা হয়েছে | এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে | বিজেপির দাবি, ঘটনার সময় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তারা |এরপরই, এই ঘটনার বিষয়ে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে | তারপর ঘটনার প্রতিবাদে আধঘন্টা বরানগরের লাইফলাইন হিসাবে পরিচিত বিটি রোড অবরোধ করে তাঁরা | উপস্থিত ছিলেন স্বয়ং প্রার্থীও | পার্নোর অভিযোগ, “১৫-২০ দিন ধরে গো ব্যাক বলে যাচ্ছে | রাতের বেলা আমাদের ছেলেদের ধমকানো হচ্ছে | ২ তারিখ বলি দেবে এমন কথাও বলছে এখানকার লোকেরা | আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম| সেই সময় আমাদের কর্মীদের মারধর করছে তৃণমূলের লোকজন | মহিলাদের এগিয়ে দেওয়া হয়ছে মারার জন্য | আমার গাড়িতেও হামলা হয়|” এই নিয়ে বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায় বলেন, “পার্নো মিত্র নাটক করছেন | নাটক জগতের মানুষ উনি | বিজেপি জানে যে ওদের পরাজয় নিশ্চিত | তাই এভাবে নাটক করছে। ওরা পায়ে পা দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে |”