প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবারই এসেছে নির্বাচন কমিশনেরর নির্দেশ যে ৪৮ ঘণ্টা প্রচার বন্ধ রাখতে হবে বিজেপি নেতা রাহুল সিনহাকে | আর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জনসংযোগ করছেন বিজেপি নেতা তথা হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা | হাবরার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এ দিন এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন সেখানকার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক | সূত্রের খবর, প্রামাণ্য ভিডিয়ো ফুটেজ-সহ হাবরার রিটার্নিং অফিসারের কাছে এই অভিযোগ দায়ের করে চিঠি দিয়েছেন খাদ্যমন্ত্রী | অবিলম্বে রাহুল সিনহার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে|প্রসঙ্গত,শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে কমিশনের শাস্তির মুখে পড়েছিলে রাহুল সিনহা| তাঁকে বলতে শোনা যায়, “কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে শো-কজ করা উচিত কেন তারা আট জনকে গুলি না মেরে চার জনকে মারল |” এই মন্তব্যের জেরেই ৪৮ ঘণ্টার জন্য হাবরার বিজেপি প্রার্থীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন | কিন্তু, তাও একটি সভায় দেখা যায় রাহুল সিনহাকে | মঙ্গলবার উত্তর ২৪ পরগণায় প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী | সেই সভায় বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে সভাস্থলে মঞ্চের নীচে বসে বক্তৃতা শুনতে দেখা যায়। | তারপরই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কৌশলে প্রচার সারছেন রাহুল | সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক গোটা বিষয়টি রিটার্নিং অফিসারকে জানানোর পাশাপাশি এর প্রতিলিপি সিইও দফতরে পাঠানো হয়েছে | তৃণমূল প্রার্থীর প্রশ্ন, রাহুল মাইক হাতে মুখে কোনও কথা না বললেও নিয়মিত জনসংযোগের মাধ্যমে মাঠে নেমে সক্রিয়ভাগে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন | তাহলে প্রচারে নিষেধাজ্ঞা পালন কীভাবে হল? প্রধানত এই বিষয়গুলির দিকেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে নালিশ জানানো হয়েছে শাসকদলের পক্ষ থেকে | এমনকি বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন| নির্বাচন কমিশন রাহুলকে ৪৮ ঘণ্টা প্রচার না করার নির্দেশ দিয়েছে | তারপরেও তিনি সভায় গেলেন কেন? তা নিয়ে প্রশ্ন ওঠেছে রাজনৈতিক মহলে |