অভিষেক সাহা, মালদহ :- জুয়া খেলার প্রতিবাদ করায় দুই বিজেপি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল | ভোট মরশুমে চাঞ্চল্যকর অভিযোগ মালদহের নলডুবি গ্রাম পঞ্চায়েতের বেহুলা কলোনি এলাকায় | আহত দুই কর্মী বিশাল মন্ডল ও টিঙ্কু চৌহান নামে আক্রান্ত দুই বিজেপি কর্মী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি | জানা গেছে, বেহুলা কলোনি এলাকায় কয়েকদিন ধরে বাউল গানের মেলা চলছে | সেই মেলাতে নলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শ্রীদাম কর্মকার ও তাঁঁর ছেলে দুলাল কর্মকার-সহ বেশ কয়েকজন জুয়ার আসর বসিয়েছেন বলে অভিযোগ ওঠে | বিশাল ও টিঙ্কু নামে ওই দুই যুবক জুয়া খেলার প্রতিবাদ করেন | অভিযোগ, বুধবার রাতে প্রাক্তন সদস্য শ্রীদাম কর্মকার ছেলে দুলাল কর্মকার-সহ মোট ১০ জন সেই এলাকায় ওই দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপান | চিৎকার শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা |তখনই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান |আহতদের উদ্ধার করে প্রথমে মোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় | সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় | নলডুবি ১৫৮ নম্বর বুথ বিজেপির সভাপতি বলেন, “বেশ কয়েকদিন ধরে আমার এলাকায় বাউল গানকে কেন্দ্র করে প্রাক্তন মেম্বার ও তাঁর ছেলে জুয়ার আসর বসিয়েছিল | আমার দুই কর্মী প্রতিবাদ করেন | তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে ওরা | দোষীরা শাস্তি পাক, এটাই চাই |” স্থানীয় তৃণমূল নেতৃত্ব এটাকে পুরনো শত্রুতার জের বলেই এড়িয়ে গিয়েছে | এ বিষয়ে পুরাতন মালদা থানায় প্রাক্তন মেম্বার সহ মোট ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় |