Breaking News

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত আমডাঙা!চলল মারধর-ভাঙচুর, সংঘর্ষে আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

নিজেস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ভোট মরসুমে উত্তপ্ত বাংলা | তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আমডাঙার কামদেবপুরহাট এলাকা | বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলল হামলা | সংঘর্ষে আহত দু’পক্ষের বেশ কয়েকজন | জানা গেছে, আমডাঙার কামদেবপুরহাটে একটি দোকানের ধারে কয়েকজন তৃণমূল কর্মী বসে আলোচনা করছিলেন | নিজেদের দলের কর্মসূচি নিয়েই আলোচনা করছিলেন তাঁরা | অভিযোগ, সেসময় কয়েকজন যুবক তাঁদের কটাক্ষ করে কথা বলেন | তাঁরা এলাকায় আইএসএফ কর্মী বলেই পরিচিত | এমনকি কথা কাটাকাটি হাতাহাতিতে গড়ায় | বাঁশ, লাঠি, রড নিয়ে চলে হামলা | পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তৃণমূল কর্মীরাও | উভরপক্ষের বেশ কয়েকজন আহত হন | কারোর মাথা ফেটে যায়, কারোর বুকে-পিঠে মারাত্মক চোট লাগে বলে অভিযোগ |স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান | স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফের পায়ের তলার মাটি শক্ত হয়নি | সেই কারণেই হীনমন্যতায় এই সব কাজ করছে ওরা। যদিও পাল্টা হামলার অভিযোগ তুলে আইএসএফ নেতৃত্ব বলেছে, ভোটের আগে তৃণমূল আতঙ্ক তৈরি করতে চাইছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *