নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর :- ভোটের মরসুমে উত্তপ্ত উত্তর দিনাজপুর | বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা | এই ঘটনায় তীব্র উত্তেজনা রায়গঞ্জ বিধানসভার পিরোজপুর গ্রামে | বিজেপির অভিযোগ, গত কয়েকদিন ধরে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি কর্মীদের নানাভাবে হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছে | বৃহস্পতিবার রাতেও তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ | এমনকি শুক্রবার সকালে এলাকার বিজেপি কর্মীরা তাঁদের নির্বাচনী কার্যালয়ে এসে দেখেন, সেটি ভস্মীভূত| প্রতিবাদে শুক্রবার সকালে পিরোজপুর গ্রামের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা | তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই রাতের অন্ধকারে নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কর্নজোড়া ফাঁড়ির পুলিশ | যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, সদ্য বিজেপির জেলা সভাপতি পরিবর্তন করায় এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের প্রতিফলন| এর সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয় | এই ঘটনা প্রসঙ্গে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি গণেশচন্দ্র বিশ্বাস বলেন, “নির্বাচনে হেরে যাওয়ার ভয় পাচ্ছে তৃণমূল | ওঁদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে | নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই সব কাজ করছে |” ঘটনার তদন্তে নেমেছে কর্নজোড়া ফাঁড়ির পুলিশ |