সুবীর কর, বীরভূম :- ২৯ এপ্রিল অষ্টম দফায় নির্বাচন রয়েছে বীরভূমের সাঁইথিয়ায় | পঞ্চম দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সাঁইথিয়ার ভ্রমরকল | গভীর রাতে তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে | জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভ্রমরকলে প্রচারে আসেন লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল | সেখানে প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন তিনি বলে অভিযোগ | এরপরেই গভীর রাতে ভ্রমরকলের গ্রামে গিয়ে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেয় বিজেপি সমর্থকরা বলে অভিযোগ | এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি তাইরুল শেখ পাল্টা হুঙ্কার দিয়ে বলেন, ”আমরা চাইলে পতাকা খুলে দিতে পারি | কিন্তু সেটা করব না | ২মে-র পর এমনিই খেলা হবে |” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির| ঘটনায় সাঁইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল | গোটা ঘটনাই তদন্ত করে দেখছে পুলিশ | প্রসঙ্গত, ভোট আবহে বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম | এছাড়াও, বিভিন্ন সময়ে বোমাবাজি, সন্ত্রাসের ঘটনা ঘটছেই বীরভূম জুড়ে |