Breaking News

‘পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ হয় না, সচেতন হতে হবে নেতাদেরও’, করোনা পরিস্থিতিতে ভোট, কড়া নির্দেশ হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে | করোনা পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মেনে প্রচার চালিয়ে যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি |এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট | শুক্রবার কোভিড মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, শুধুমাত্র পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় | রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে | শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে জানায়,সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে পঞ্চম দফার নির্বাচন | পঞ্চম দফার নির্বাচন কোথায় কীভাবে হল, সোমবার তার একটি সার্বিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় |করোনা সংক্রমণের বাড়াবাড়িতে ভোটপ্রচার নিয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয় | এর আগে দুটি মামলার ক্ষেত্রে হাইকোর্ট রায় দিয়েছিল, নির্বাচনী প্রচার, সভাগুলিতে যাতে কোভিড বিধি মানা হয় | অতিরিক্ত জমায়েত না হয়, সকলে যাতে মাস্ক পরেন | এই বিষয়গুলি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল জেলাশাসকদের তবে এই নির্দেশিকার পরেও কোনও রাজনৈতিক কর্মসূচিতেই সচেতনার ছবি ধরা পড়েনি | মামলাকারী এই বিষয়টি উল্লেখ করেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন | এদিন, শুনানির সময়েও মামলা এই প্রসঙ্গ উত্থাপন করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন | এই প্রসঙ্গ উত্থাপনের পরই প্রধান বিচারপতি বলেন, যদি মনে করা হয়, সব বিষয়গুলির দায়ভার কেবল পুলিশের ওপর পড়ছে, তাহলে সেটা সঠিক নয় | পুলিশের একার পক্ষে বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ করা পাশাপাশি করোনা সচেতনামূলক বার্তা দেওয়া সম্ভব নয় | নেতাদেরও অনেকটা বড় দায়িত্ব রয়েছে | অন্যদিকে, করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার বেদী ভবনে কমিশনের ডাকে রয়েছে সর্বদলীয় বৈঠক | এদিনের বৈঠকে কমিশনকে রাজনৈতিক নেতাদের সচেতন করার বার্তা দিয়েছে আদালত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *