Breaking News

পেটের জ্বালায় কাকদ্বীপ থেকে কেরালায় মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি হয়ে নিখোঁজ কাকদ্বীপের ৫ মৎস্যজীবী,মৃত ১, এলাকায় শোকের ছায়া

বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :- পেটের জ্বালায় মর্মান্তিক পরিণতি | কেরালার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের এক মৎস্যজীবীর,এখনও নিখোঁজ পাঁচ মৎস্যজীবী | নিখোঁজরা সকলে কাকদ্বীপের বাসিন্দা | জানা গেছে, কেরলে আরব সাগরের দেপুর বন্দরের কাছে ট্রলার নিয়ে মাছ ধরছিলেন ১৪ জন মৎস্যজীবী | সেইসময় জাহাজের ধাক্কায় ডুবে যায় মৎস্যজীবী সমেত ট্রলারটি | ১৪ জন সমুদ্রে তলিয়ে যায় | কয়েকজনকে উদ্ধার করা হয় | উদ্ধার হয় পবন দাস নামে তেত্রিশ বছরের কাকদ্বীপের মৎস্যজীবীর দেহ | বাকি কাকদ্বীপের ৫ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে | নিখোঁজ মৎস্যজীবীরা হলেন মানিক দাস, মানিক চক্রবর্তী, পবন দাস, উত্তম দাস | এই ঘটনায় কাকদ্বীপের স্টেশন সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে | ভারতীয় উপকূলবাহিনীকে বিষয়টি জানান হয়েছে | নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে কেরালার উপকূলবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *