Breaking News

ক্ষমতায় এলে ‘ঠাকুরনগর’ স্টেশনের নাম হবে ‘শ্রীধাম ঠাকুরনগর’, মতুয়া মন পেতে তেহট্টর সভায় নয়া ঘোষণা অমিত শাহ-র

প্রসেনজিৎ ধর :- ‘ঠাকুরনগর’ নয়,’শ্রীধাম ঠাকুরনগর’,মতুয়া সম্প্রদায়ের গড় ঠাকুরনগর স্টেশনের নাম বদলের প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | শুক্রবার নদিয়ার তেহট্টে নির্বাচনী প্রচারে এসে মতুয়াদের মন জয় করতে এমনই ঘোষণা করলেন অমিত শাহ | নদিয়ার তেহট্টের সভা থেকে মতুয়াদের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ | অনুপ্রবেশ বন্ধ করা, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক দুর্নীতির কথা টেনে এনে সরব হলেন শাহ| এমনকি ক্ষমতায় এলেই মতুয়া ধাম ঠাকুর নগর-কে ঢেলে সাজানোর কথা ঘোষণা করলেন অমিত শাহ |

এদিন অমিত শাহ ঘোষণা করেন, গত ১০ বছরে মতুয়াদের জন্য কিছুই করেনি তৃণমূল কংগ্রেস সরকার | ক্ষমতায় এলেই মতুয়া-নমঃশুদ্র বিকাশ বোর্ড গঠন করা হবে | সরকার গঠন হওয়ার পরই ঠাকুরনগর স্টেশনের নাম শ্রীধাম ঠাকুরনগর করা হবে | ঠাকুরনগরকে টুরিস্ট সার্কিটের সঙ্গে জুড়ে দেওয়া হবে | শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ধামকে পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে | উত্তর ২৪ পরগণা ও নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় বারবার প্রচারে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা | শুক্রবার সেই লক্ষ্যেই তেহট্টে নির্বাচনী জনসভা করলেন অমিত শাহ সেখানে নেমে প্রথমেই মতুয়া মন্দিরের পুজো দেন অমিত শাহ | এরপর জনসভায় ভাষণ দিতে গিয়েই মতুয়াদের নাগরিকত্বের মতো ইস্যু দিয়ে বলেন, ”তৃণমূল ক্ষমতায় থাকলে আপনারা কোনওদিনও নাগরিকত্ব পাবেন না | বিজেপি সরকার ক্ষমতায় এলেই নাগরিকত্ব প্রদানের কাজ দ্রুত হয়ে যাবে |” তেহট্টের সভা থেকে তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করেন অমিত শাহ | গত ১৪ তারিখ রাজ্যে দুটি জনসভা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী | তা নিয়েই অমিত শাহর খোঁচা, ”এত দফা ভোট হয়ে গেল | রাহুল ‘বাবা’র দেখা মেলেনি তখন | এখন উনি পরিযায়ীর মতো এসেছেন বঙ্গে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *