Breaking News

পর্যাপ্ত মিলছে না করোনার ভ্যাকসিন,জলপাইগুড়িতে ভোটের আগের দিন ভ্যাকসিনের দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি:- আগামিকাল পঞ্চম দফায় ভোট রয়েছে জলপাইগুড়িতে | তার আগের দিন প্রয়োজন মতো মিলছে না করোনার টিকা এই দাবিতে শুক্রবার ভ্যাকসিনের দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হলেন প্রবীণরা | স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি | ক্রমবর্ধমান করোনার আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে | আর তাই কাল জলপাইগুড়িতে ভোটের আগেই ভ্যাকসিন নিতে চাইছেন অধিকাংশ মানুষ | কারণ, ভোটের লাইনকে মোটেও সুরক্ষিত মনে করছেন না তাঁরা| সেই কারণেই শুক্রবার সকালে জলপাইগুড়ির টিকাদান কেন্দ্রগুলিতে হাজির হন স্থানীয়রা | তাঁদের মধ্যে অধিকাংশই প্রবীণ| কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় টিকা পাচ্ছেন না বহু মানুষ | তাই ভ্যাকসিনের দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হলেন জলপাইগুড়ির বাসিন্দারা| দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ | পরিস্থিতি আয়ত্তে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের | দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *