সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা মেরে ব্রিজ ভেঙে লরি পড়লো খালে, এই ঘটনায় মৃত এক পথচারী, গুরুতর আহত লরির চালক ও খালাসী | ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রাধাবল্লভপুরে |
জানা গিয়েছে শনিবার গভীর রাতে একটি লরি তমলুক-মেছেদা রাজ্যসড়কের তমলুক থেকে মেছেদার দিকে যাওয়ার সময় রাধাবল্লভপুর বাসস্ট্যান্ড পেরোনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মন্দিরে ধাক্কা দিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাধাবল্লভপুর ব্রিজ ভেঙে খালে গিয়ে পড়ে | স্থানীয়রা ওই পথচারিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় | জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম অশোক বেরা,বাড়ি নারায়ণদাড়ি গ্রামে | অন্যদিকে লরির ড্রাইভার ও খালাসী কে উদ্ধার করে তমলুকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে | তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক | ঘটনার তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ |
Hindustan TV Bangla Bengali News Portal