Breaking News

ভয়ংকর রূপ নিয়েছে করোনা, করোনা আবহে কাল থেকে ফের বন্ধ রাজ্যের সমস্ত স্কুল!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রতিদিনই হু হু করে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা | এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল | আগামীকাল থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল | এগিয়ে নিয়ে আসা হচ্ছে গরমের ছুটি| ছাত্র-ছাত্রীদের পাশাপাশি স্কুলে যেতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও | নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন চলছিল স্কুলগুলিতে | সেই চার শ্রেণির পঠন-পাঠন বন্ধ করে দেওয়া হচ্ছে| করোনার আতঙ্কে দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল স্কুল | পরে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় গত ফেব্রুয়ারি মাসে খোলা হয় স্কুল | নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলছিল স্কুল | কোভিড বিধি মেনেই স্কুলে যাচ্ছিলেন ছাত্রছাত্রীরা | এরপরও কোনও কোনও স্কুলে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসায় স্কুল বন্ধ করে দিতে হয়| তবে মার্চ মাস থেকেই ফের করোনা পরিস্থিতি অবনতির দিকে যেতে শুরু করে | লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ | এমন অবস্থায় গরমের ছুটি এগিয়ে এনে স্কুলগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল | সোমবার একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় |

তাঁর কথায়, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে | আপাতত শিক্ষক-শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে | এদিন রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় | মঙ্গলবার থেকে গরমের ছুটি দেওয়া হলেও, কবে পর্যন্ত ছুটি চলবে, তা স্পষ্ট নয় | তবে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *