নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- ফের খবরের শিরোনামে নিমতিতা | সোমবার সকালে মুর্শিদাবাদের এই স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে উদ্ধার হল তাজা বোমা | তবে ভোটের মরশুমে বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে | ২৬ এপ্রিল সোমবার সপ্তম দফায় ভোট মুর্শিদাবাদের সুতিতে | তার আগে সোমবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার ডিহিগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত বাথরুমের ভিতর থেকে জার ভরতি তাজা বোমা উদ্ধার করা হয় | নিমতিতা স্টেশন থেকে মাত্র ১৫০ মিটার দূরে জার ভর্তি তাজা বোমা উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে | স্থানীয় সূত্রে খবর, বাসিন্দারাই প্রথমে ওই জারটিকে দেখতে পান | পুলিশে খবর দিলে পুলিশ এসে জার উদ্ধার করে | এরপরই ওই জার থেকে উদ্ধার হয় তাজা বোমা | জনবহুল এলাকায় রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র | প্রতিদিন কয়েকশো মানুষ আসা যাওয়া করে এই এলাকায় | সেই এলাকা থেকে বোমা উদ্ধার হওয়ায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে | এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে | কোথা থেকে এল এত বোমা? এখানেই কি বোমা তৈরি হচ্ছিল? তদন্তে নেমে প্রশ্নগুলির জবাব খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা |বাসিন্দাদের একাংশের দাবি, ভোটে অশান্তি বাঁধাতে বোমাগুলি মজুত করা হয়েছিল | পুলিশ ইতিমধ্যে ওই পরিত্যক্ত ঘরটিকে বাঁশ, লাঠি দিয়ে আটকে দিয়েছে | প্রসঙ্গত,মাস কয়েক আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন | জখম হয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী জাকির হোসে| সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও মুছে যায়নি এর মাঝেই সেই স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্ব থেকে বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে|