Breaking News

সারদাকাণ্ডে ফের জেরার মুখে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রের আপ্ত সহায়ক বাপি করিম!তাঁকে জিজ্ঞাসাবাদ ইডির

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সারদা কাণ্ডে কিছুদিন যাবৎ তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | সারদাকাণ্ডে ফের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের আপ্ত সহায়ক বাপি করিমকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির | জানা গেছে, তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্র গ্রেফতারের সময় সিবিআই আধিকারিকরা মদন মিত্রের আপ্ত সহায়ক বাপি করিমকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছিলেন | সেই তথ্যগুলো পরবর্তীকালে তাঁদের এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে | জানা গেছে,মদন মিত্রের সঙ্গে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং সারদা গোষ্ঠীর অফিস মিডল্যান্ড পার্কে যাতায়াত ছিল, সেই সমস্ত তথ্যও মিলেছে সিসিটিভিতে | যেহেতু বাপি করিম মদন মিত্রের আপ্ত ছিলেন, তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করে সারদা কাণ্ডে সমস্ত আর্থিক লেনদেনের তথ্য পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আধিকারিকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *