প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনার দ্বিতীয় ঢেউয়ে নির্বাচন আরও বিপদ বাড়িয়েছে | করোনার বাড়বাড়ন্তে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজের কর্মসূচিতে কাটছাঁট করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আরও যে চারটি সভা রাজ্যে হওয়ার কথা তা হতে পারে একদিনে, এমনটাই সূত্রের খবর | ২৩ এপ্রিল চারটি জায়গায় সভা করবেন মোদি | মালদা, মুর্শিদাবাদ, বোলপুর, কলকাতায় সভা করবেন তিনি| সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোদির সভায় সর্বত্র শারীরিক দূরত্ব বজায় রাখার দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে| বিজেপির প্রথম সারির কেন্দ্রীয় নেতাদের সংস্পর্শে যাঁরা আসেন তাঁদের সভার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট বাধ্যতামূলক | এবার থেকে সেই নিয়মে আরও কড়াকড়ির করার কথা ভাবছে রাজ্য বিজেপি | কর্মীদের কথা ভেবে সর্বত্র পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখা হবে | সমাবেশে স্বেচ্ছাসেবকদের বলা হয়েছে, সমাবেশে আসা মানুষেরা সকলেই যেন মাস্ক পরে থাকেন তা নিশ্চিত করতে হবে | যাঁদের মাস্ক থাকবে না, তাঁদের দলের পক্ষ থেকে মাস্ক দেওয়া হবে | জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সামাজিক দূরত্ববিধি মেনেই সভা করার কথা ভাবছে বিজেপি| সভাস্থলে লাগানো হবে বড় এলইডি স্ক্রিন, এমনটাই নির্দেশ দিয়েছে পিএমও দফতর | ট্যুইট করে ইতিমধ্যেই সেই কথা জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় |
অন্যদিকে করোনার জেরে কলকাতায় বড় সভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও | রবিবার রাতেই ট্যুইট করে এ কথা জানিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন |