Breaking News

ইঁট ভাটায় ইঁট চাপা পড়ে দুর্ঘটনা, মৃত ২ মহিলা

নিজস্ব সংবাদদাতা :- ইঁট ভাটায় কাজ করতে করতে ইঁট চাপা পড়ে মর্মান্তিক পরিণতি, মৃত্যু হল ২ মহিলার | রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার চাঁদরায় | এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় | পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে ইঁট ভাটায় কাজ করছিলো কয়েকজন |

 

 

কাজ চলাকালীন হঠাৎই তাদের উপর ইঁট চাপা পড়ে দুর্ঘটনা ঘটে | ওই ঘটনায় ঘটনাস্থলেই ২ জন মহিলার মৃত্যু হয় | আহত হয় বেশ কয়েকজন |আহতদের মধ্যে ৩ জনকে শক্তিনগর জেলা হসপিটালে ভর্তি করা হয় | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *