Breaking News

স্বাস্থ্যসাথী কার্ড বানানোকে ঘিরে উত্তেজনা বাসুদেবপুর জেমারীর কমিউনিটি হলে, গ্রেফতার ৩

সৌমিত্র গাঙ্গুলি :- স্বাস্থ্যসাথী কার্ড তৈরীর লাইনে ধুন্ধুমার ঘটনা |এই ঘটনায় গ্রেফতার করা হয় ৩ জনকে | রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারীর কমিউনিটি হলে | জানা গেছে, রবিবার দিন সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারীর কমিউনিটি হলে স্বাস্থ্যসাথী কার্ডের দ্বিতীয় দিনের ক্যাম্পে লাইনে দাঁড়ানোকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় | সকাল হওয়ার সাথে সাথে লাইনে মানুষের ভিড় উপচে পড়ে | সকাল দশটায় ক্যাম্প শুরু হওয়ার আগে কয়েকশ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় |

বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় আরও বাড়তে থাকে | লাইনে এত ভীড় থাকায় অবশেষে স্থানীয় শিরীষবেড়িয়া গ্রামের কিছু মানুষ ধৈর্য হারিয়ে লাইন ভঙ্গ করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেই শুরু হয় অশান্তি | স্থানীয় মানুষের অভিযোগ লাইন ভেঙে ভিতরে ঢুকতে গেলে তারা তাদের বাঁধা দিলে স্থানীয় যুবক গৌতম মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ | তাছাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ হাসিফকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ | এমনকি উত্তেজনাবশত তারা টেবিল চেয়ার ভাঙচুর করে বলেও অভিযোগ | খবর পেয়ে ঘটনাস্থলে যান সালানপুর থানার কর্মরত পুলিশকর্মীরা | তিনজনকে গ্রেফতার করে পুলিশ | এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ | পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সালানপুরের বিডিও অদিতি বসুর প্রচেষ্টায় পূনরায় চালু করা হয় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড বানানোর কাজ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *