Breaking News

ভোটের আগে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ, অধীর গড়ে বোমাবাজিতে মৃত্যু কংগ্রেস কর্মীর,কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- নির্বাচনের আগেই মুর্শিদাবাদে অধীর গড়ে ভোটের বলি এক কংগ্রেস কর্মী | সোমবার রাতে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয় ওই কংগ্রেস কর্মীর বলে অভিযোগ | অভিযোগের তির তৃণমূলের দিকে | যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল | ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ |স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে হরিহরপাড়া বিধানসভার অন্তর্গত বিলধারীপাড়ার ঘোষালপুর এলাকায় তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় | চলে দেদার বোমাবাজি | এমনকী গুলি ছোঁড়ার অভিযোগও রয়েছে | সংঘর্ষের জেরে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয় | মৃতের নাম কাসেম আলি ( ৫২) | জখম হয়েছেন দু’ পক্ষের বেশ কয়েকজন | সূত্রের খবর, নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন কাশেম | ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে | বোমার আঘাতে জখম কাশেম আলিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কংগ্রেস কর্মী কাসেম আলিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা | যদিও বোমবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব | তাঁদের দাবি, হরিহরপাড়ার এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই |ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী | হরিহরপাড়া বিধানসভার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ বলেন, ‘কংগ্রেস হরিহরপাড়ায় হারছে জেনেই সন্ত্রাস শুরু করেছে | সংযুক্ত মোর্চার প্রার্থীর অভিযোগ, যেখানে নির্বাচন কমিশন সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে, তারপর কীভাবে তৃণমূল মিছিল করে? গোটা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তিনি | তবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ তাঁর |

প্রতিবাদে মঙ্গলবার মুর্শিদাবাদ থানার সামনে ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী নিয়াজউদ্দিন শেখ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেন | দু’পক্ষই হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে | তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *