Breaking News

‘শেষ দুই দফার ভোট একসঙ্গে হোক’, আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল,আক্রমণ বিজেপির

প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনা পরিস্থিতিতে ফের একসঙ্গে ভোট করানোর দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল | এবার শেষ দুই দফার ভোট যাতে একসঙ্গে হয়ে যায় কমিশনের কাছে সেই আর্জি জানাল শাসক দল | এই দাবি জানিয়ে মঙ্গলবার কমিশনের কাছে চিঠি দিয়েছে তৃণমূল | এ দিন তৃণমূলের তরফে কমিশনে যান সুখেন্দু শেখর রায়, পূর্ণেন্দু বসু, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মন্ডল ও পূর্ণেন্দু বসু | এ দিন তাঁরা মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে লিখিতভাবে এই আবেদন করেন | দেখা করার পর সুখেন্দু শেখর রায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’তৃণমূলের তরফে নির্বাচনী প্রচার কমিয়ে দেওয়া হয়েছে | খোদ কলকাতাতে আর বড় কোনও সভা বা রোড শো করবেন না দলনেত্রী | একইসঙ্গে রাজ্যের অনান্য প্রান্তেও তিনি সভার পরিমাণ কমিয়ে দিয়েছেন| এই অবস্থায় আমরা নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছি যাতে শেষ তিন দফা সম্ভব না হলেও অন্তত শেষ দুই দফার ভোট একসঙ্গে করা যায় | এখন নির্বাচন কমিশন কী করবে সেটা সম্পূর্ণ ভাবেই তাঁদের ব্যাপার | তবে আমরা তাঁদের জানিয়েছি যে মানুষের জীবন আগে, নির্বাচন নয় |’ যদিও যদিও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইনি সমস্যার জেরে এই আর্জি রাখা সম্ভব নয় | তবে তৃণমূলের এই আবেদন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে | প্রসঙ্গত,আগামী ২৬ ও ২৯ এপ্রিল রাজ্যে শেষ দুই দফার নির্বাচন | মূলত দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা এই দু’দিন ভোট রয়েছে | যদিও তৃণমূলের এই দাবি নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, একসঙ্গে ভোট হলে করোনা নিয়ন্ত্রণে আসবে এমনটা নয় | যাতে ভোট সুষ্ঠভাবে সম্পন্ন না হয় সেই জন্যেই এই দাবি জানিয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *