Breaking News

‘অনেক সভা হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন’, করোনাকালে প্রচারে রাশ টানতে মন্তব্য কলকাতা হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা পরিস্থিতিতে রাজ্যে চলছে ভোট | এবার করোনা সম্পর্কিত একটি মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট | নির্বাচনী প্রচারে লাগাম টানতে মঙ্গলবার কড়া মনোভাব দেখালেন কলকাতা হাইকোর্ট | সেই শুনানিতে বিচারপতি বলেন, ‘ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট র‍্যালি, জনসভা হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন |’ঠিক এই সুরেই কার্যত মন্তব্য করেন প্রধান বিচারপতি টি ভি রাধাকৃষ্ণন | মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে, করোনা বিধি মেনে সুষ্ঠু নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন| তবে সেই জন্য রাজ্যকে প্রয়োজনীয় সাহায্য করতে হবে |করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, তাই নির্বাচনী প্রচার বন্ধ করার আর্জি জানিয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়েছিল | আর সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার | এ দিকে, এই মামলায় রাজ্য সরকারের দাবি, পুরো দায়টাই নির্বাচন কমিশনের| এ দিন আদালতে রাজ্যের তরফে দাবি করা হয় নির্বাচনী আচরণবিধি লাগু থাকা অবস্থায় করোনা নিয়ে যা কিছু করার, তার সবটাই করবে নির্বাচন কমিশন | অর্থাৎ রাজ্যের এ ক্ষেত্রে কিছু করণীয় নেই | কিন্তু, বিচারপতি নির্দেশ দেন, করোনা বিধি নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার খতিয়ান আদালতের কাছে পেশ করতে হবে রাজ্যকে | পাশাপাশি, রাজনৈতিক জনসভা বা রোড শো-তে যথাযথভাবে করোনা বিধি মেনে চলা হচ্ছে কিনা, সেই বিষয়েও নজর দিতে বলা হয় রাজ্য সরকারকে | প্রয়োজনে পুলিশের সাহায্য নিতেও বলেন বিচারপতি | হাইকোর্ট জানায়, আগামী বৃহস্পতিবার রাজ্য সরকারকে আদালতকে অবগত করতে হবে, কেন নির্বাচন কমিশনকেই সব দায়িত্ব নিতে হবে? কেন রাজ্যের কিছু করণীয় নেই তারও ব্যাখ্যা চেয়েছেন বিচারপতি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *