Breaking News

ফের করোনার জেরে ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ!মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে একথা জানানো হয়েছে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা যেভাবে প্রতিনিয়ত বাড়ছে তাতে উদ্বেগ ক্রমশ বাড়ছে | এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ | আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে মঠ সূত্রে জানা গেছে | পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে মঠের মূল গেট | মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানানো হয়েছে | প্রসঙ্গত, গত বছর দেশ জুড়ে লকডাউনের জেরে ২০২০ সালের ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ| ৮২ দিন বন্ধ থাকার পরে ১৫ জুন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠ | ওই সময়ে করোনাবিধি মেনেই দর্শনার্থীদের মঠে প্রবেশ করানো হত | মঠে ঢোকার সময় সামাজিক দূরত্ব রক্ষা, মাস্ক পরা, স্যানিটাইজিং ইত্যাদি সব করোনাবিধিই মানতে হত ভক্ত থেকে দর্শনার্থী সকলকেই | এর প্রায় দেড় মাস পরে ২ অগস্ট থেকে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ | সেই সময়ে মঠের আবাসিক সন্ন্যাসীদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন | এরই জেরে দ্বিতীয়বার বেলুড়মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল | চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কোভিডবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা | তারপর করোনা বাড়ায় মঙ্গলবার মঠ বন্ধের ঘোষণা করল রামকৃষ্ণ মঠ ও মিশন | আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *