Breaking News

বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন! করোনায় প্রয়াত কবি শঙ্খ ঘোষ, শোকের ছায়া সাহিত্য মহলে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত কবি শঙ্খ ঘোষকে | কবি শঙ্খ ঘোষ আজ সকালে তাঁর বাসভবনে প্রয়াত হন | ১৪ এপ্রিল কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি | ৮৯ বছর বয়স হয়েছিল কবির| বার্ধক্যজনিত সমস্যায় আগেই ভুগছিলেন কবি | শরীরও বেশ দুর্বল ছিল | করোনা সংক্রমণ তাঁকে দুর্বলতর করে | নানা উপসর্গ থাকা সত্ত্বেও বাড়িতেই আইসোলেশনে ছিলেন | মঙ্গলবার রাতে হঠাৎই তাঁর শরীর খারাপ হতে থাকে | শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে বাড়িতেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় | কিন্তু শেষরক্ষা হল না | বেলা সাড়ে এগারোটা নাগাদ তাঁর ভেন্টিলেটর খুলে নেওয়া হয় বলে পরিবারসূত্রে জানা গেছে | শঙ্খ ঘোষের প্রয়াণে সাহিত্য জগতে শোকের ছায়া | প্রবীণ কবির মৃত্যুতে শোকের ছায়া দুই বাংলায় | তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল একটা বর্ণময় অধ্যায় | তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর কথায়, ‘শঙ্খবাবু যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন | তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ওকাম্পোর রবীন্দ্রনাথ, ধূম লেগেছে হৃদকমলে, এ আমির আবরণ | জ্ঞানপীঠ, পদ্মভূষণ, দেশিকোত্তম, সাহিত্য অকাদেমি, রবীন্দ্র স্মৃতি পুরস্কারসহ অজস্র সম্মানে তিনি ভূষিত হয়েছেন | শঙ্খবাবুর সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল | তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল | আমি প্রয়াত শঙ্খ ঘোষের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি |’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে | তবে গান স্যালুট পছন্দ ছিল না তাঁর | তাই গান স্যালুট ছাড়াই শোকজ্ঞাপন হবে শেষকৃত্যে | পরিবারের সকলে জানান, নীরবেই যেন তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, এমনটাই চেয়েছিলেন তিনি | পরিবারের পাশে দাঁড়াতে কবির বাড়িতে পৌঁছন ফিরহাদ হাকিম ও সাধন পাণ্ডে | শোকপ্রকাশ করা হয়েছে বামফ্রন্টের তরফেও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *