দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে রাজ্যের কোভিড পরিস্থিতি | দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমান| এই পরিস্থিতির জন্য বিজেপির প্রচার এবং প্রধানমন্ত্রীকে বারবার দায়ী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | এমনকী করোনার ভ্যাকসিন চেয়ে কড়া চিঠিও দিয়েছেন তিনি | বুধবার বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা ম্যান মেড নয়, মোদি মেড ডিজাস্টার |’ ইতিমধ্যেই নির্বাচনী সভায় কাটছাঁট করেছেন তৃণমূল সুপ্রিমো | কারণ সেই করোনা | বুধবারও বালুরঘাটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি | কিন্তু সেখানেও নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | মঙ্গলবার রাতে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী| সেখানে তিনি বলেন, ‘তুফানের মতো করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে | আপনারা যে পীড়া সহ্য করছেন, তা আমি জানি | যাঁরা কাছের মানুষকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল | কিন্তু আমাদের সবাইকে মিলে এই বিপদের মোকাবিলা করতে হবে |’ এদিন এই বিষয়টি টেনেই মোদিকে তুলোধনা করেন মমতা বলেন, ‘করোনা পরিস্থিতি বাড়িয়ে দিয়ে এখন উনি জনগণের উপর ছেড়ে দিচ্ছেন | এটা হতে পারে না | এটা ম্যান মেড ডিজাস্টার নয় | এটা মোদি মেড ডিজাস্টার | আগেও বলেছি, বহিরাগতদের এনে ওরা রোগ ছড়াচ্ছে|’ লক্ষ লক্ষ মানুষ আসছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডার সভায় | তাদের অনেকেই করোনা আক্রান্ত থাকতে পারে | তাদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়েছে| বহু মানুষ সংক্রামিত হয়েছেন| বিজেপি সভা করা বন্ধ করেনি | রাজ্যের উন্নয়নের খতিয়ান সকলের সামনে তুলে ধরে বলেন, “ডবল ইঞ্জিন নয়, বেঙ্গল ইঞ্জিনই সব করেছে|” পরবর্তীতেও এভাবে মানুষের পাশে থাকার আশ্বাস দেন | করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করার পাশাপাশি বলেন, পূর্বের মতোই এবারও তৃণমূল সরকার কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করবে|প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি নিয়ে খুব একটা গ্রহণযোগ্য অবস্থান দেখাতে পারেননি | এই দাবি বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন |ভ্যাকসিন প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী |