প্রসেনজিৎ ধর :- নির্বাচনের আগে করোনা প্রাণ কেড়েছে মুর্শিদাবাদের দুটি বিধানসভা আসনের দুই প্রার্থীর | একজন সামশেরগঞ্জ থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন | অন্যজন জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী | বুধবার ওই দুই আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল দল | জানা গেছে, সামশেরগঞ্জ থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৃত রেডাউল হকের স্ত্রী রোকেয়া খাতুন | জঙ্গিপুর আসেন সংযুক্ত মোর্চার হয়ে লড়বেন আরএসপি প্রার্থী জানে আলম | ২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন হওয়ার কথা ছিল | প্রবল শ্বাসকষ্ট থাকায় ১৪ এপ্রিল রেজাউল হককে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয় | ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে | বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় রেজাউল হকের|তারপরের দিনই করোনা প্রাণ কাড়ে জঙ্গিপুর আসনের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর | ফলে স্বাভাবিকভাবেই ওই দুই আসনের ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।ফলে পিছিয়েছে ওই আসনের ভোট | সোমবার ওই দুই কেন্দ্রেই ভোটের দিন ঘোষণা করেছে কমিশন | ১৩ মে ওই দুই আসনে নির্বাচন হবে | আর এইবার ভোটের দিনক্ষণ স্থির হতেই মৃত প্রার্থীর জায়গায় নতুনদের নাম ঘোষণা করল দল | জানা গেছে, সামশেরগঞ্জ আসনে মৃত রেজাউল হকের স্ত্রীর উপরই ভরসা রেখেছে কংগ্রেস | এই আসনে লড়াই করছে না জোট | সামশেরগঞ্জে প্রার্থী দিয়েছে বাম, কংগ্রেস দুই দলই | অন্যদিকে জঙ্গিপুরে লড়াই করছে সংযুক্ত মোর্চা | প্রদীপ নন্দীর জায়গায় লড়াই করবেন জানে আলম | জানা যাচ্ছে, মুর্শিদাবাদের বামফ্রন্ট্রের জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন তিনি |