দেবরীনা মণ্ডল সাহা :- করোনা আবহে শুক্রবারের বঙ্গ সফর বাতিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির | প্রধানমন্ত্রী নিজে টুইট করে এই সফর বাতিল করার প্রসঙ্গে লেখেন, ‘আগামীকাল করোনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব | এর জেরে আমি আগামীকাল পশ্চিমবঙ্গে যেতে পারব না|’ সপ্তম দফার ভোটের প্রচারে শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির | কলকাতার শহিদ মিনারে মঞ্চ তৈরির প্রস্তুতিও চলছিল জোরকদমে | মঞ্চ তৈরির কাজ শেষও হয়ে গিয়েছিল প্রায় | কিন্তু কোভিড নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য বাতিল হচ্ছে প্রধানমন্ত্রীর প্রচার সফর | নিজেই টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী | দেশে লাগাতার বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা | দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে | যা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে কেন্দ্রীয় সরকারের | বর্তমান কোভিড পরিস্থিতি নিয়েই আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | আর সেই কারণেই আগামীকাল রাজ্যে বিজেপির হয়ে প্রচারে আসবেন না তিনি| রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কোভিড কালে প্রধানমন্ত্রীর এই নির্বাচনী প্রচার বাতিলের সিদ্ধান্ত খুবই ভালো দিক | বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি এমনিতেই প্রধানমন্ত্রীর ভোট প্রচারে আসা নিয়ে কটাক্ষ করছিলেন | করোনা কালে বারবার রাজ্যে বিজেপি নেতারা এসে কোভিড ছড়াচ্ছেন এই দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় | আপাতত করোনা পরিস্থিতিতে শেষমেশ সভা বাতিল করলেন নরেন্দ্র মোদি | পরে ফের কবে প্রচারে আসবেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি |