Breaking News

সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটের নতুন সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন,ভোট পিছিয়ে ১৬ মে, জানাল কমিশন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনা সংক্রমণে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে ভোটের ফের নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন | বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আগামী ১৬ মে মুর্শিদাবাদ জেলার ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে, গণনা হবে ১৯ মে |এর আগে ১৩ মে ভোটের দিন হিসেবে ঘোষণা করেছিল কমিশন | কিন্তু ইদের জন্য ১৩ তারিখ ভোটগ্রহণে আপত্তি জানিয়েছিল একাধিক রাজনৈতিক দল | তার পরিপ্রেক্ষিতেই নতুন সিদ্ধান্ত নিল কমিশন | আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা আসনে ভোট হওয়ার কথা ছিল | কিন্তু তার আগে ১৫ এপ্রিল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনা ভাইরাস সংক্রমণে মারা যান | তার পরের দিনই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর | এরপর নতুন করে ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করা হয় | যা কিনা সম্ভাব্য ইদের দিন | এই নিয়ে এলাকায় অসন্তোষ সৃষ্টি হয় | উপনির্বাচনের দিন বদলে দেওয়ার দাবিতে সরব হন স্থানীয়দের একাংশ | অনেকে সোশ্যাল মিডিয়ায় ভোট বয়কটেরও দাবি জানান | কংগ্রেসের তরফে ভোট বাতিলের দাবিতে কমিশনে চিঠি দেওয়া হয় | চিঠি দেওয়া হয় এআইএমআইএম-এর তরফেও| বিভিন্ন দলের আপত্তিতেই ওই দুই কেন্দ্রে ভোট ৩ দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন | তাই ১৩ মে-এর পরিবর্তে তা পিছিয়ে হয়েছে ১৬ মে | তবে, ভোটগণনার দিনে কোনও পরিবর্তন করা হয়নি।ইতিমধ্যেই কংগ্রেসের তরফে সামশেরগঞ্জের প্রার্থী হিসেবে প্রয়াত রেজাউলের স্ত্রী রোকেয়া খাতুনের নাম ঘোষণা করা হয়েছে | জঙ্গিপুরে আরএসপি প্রার্থী হচ্ছেন জানে আলম|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *