বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- করোনা ক্রমশ বাড়ছে | আর এইবার জেলবন্দি আসামিদের টিকাকরণ করা হল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে | শুক্রবার এসডিও ও বারুইপুর জেলর সুপারিটেন্ডেন্টের উদ্যোগে করা হল টিকাকরণ কর্মসূচি | এদিন ৯০ জন আসামিকে করোনার টিকা দেওয়া হল| করোনার সংক্রমণ ঠেকাতেই তাদেরকে টিকা দেওয়া হল | যে সকল জেলবন্দিদের কাগজপত্র ঠিক রয়েছে তাদের টিকাকরণ করা হল বলে জানিয়েছেন সুপারিটেন্ডেন্ট | জেলের সুপারিটেন্ডেন্ট অসিত বরণ নস্কর বলেন, এখানে মোট ১ হাজার ১২ জন বন্দি আছেন | তাদের মধ্যে ইচ্ছুক ৯০ জনকে আজ টিকা দেওয়া হল | এখানে অনেকেই থাকেন |
সেক্ষেত্রে সংক্রমণ হলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি | সে জন্যেই টিকাকরণ গুরুত্বপূর্ণ| তিনি আরও জানান, কোভিড মোকাবিলায় সংশোধনাগারে তারা ব্যবস্থা নিয়েছে | যে সকল নতুন বন্দি আসছেন তাদের সকলকেই প্রথমে থার্মাল গানের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়| সঙ্গে প্রথম ১৪ দিন তাদের জেলের ভিতরে আলাদা আইসোলেশন রুমে রাখা হচ্ছে|পরিবারের কোনও সদস্যদের থেকেও করোনা ছড়ানোর সম্ভাবনা থাকতে পারে| সেখান থেকে আক্রান্ত হতে পারেন অন্যান্য বন্দি সহ জেলের কর্মী-আধিকারিকরাও | এসডিও বলেন, ‘সমাজের মূলস্রোত থেকে ওরা বিচ্ছিনন্ন | তবে সুস্থ থাকার অধিকার সকলের রয়েছে | সুপারিটেন্ডেন্ট আমাকে বলায় আমি এই কর্মসূচি নিই| এরপর এদের দেখে কেউ এগিয়ে এসে আরও জেলবন্দি ইচ্ছুক হলে আবারও এই কর্মসূচি নেব |’