নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- সীমান্তবর্তী এলাকা থেকে
পাকড়াও দুই পাচারকারী | ৭ টি মোবাইল ফোন সহ প্রচুর জীবনদায়ী ওষুধ সহ তাদেরকে পাকড়াও করে বিএসএফ জওয়ানরা | ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী পানিতার এলাকায় | এই ঘটনায় দুই স্কুল পড়ুয়াকে গ্রেফতার করল জওয়ানরা | পণ্যগুলি ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে | জানা গেছে, গোপন সূত্রে খবর উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী পানিতার এলাকায় টহল দেন বিএসএফ আধিকারিকরা | শুক্রবার দুপুর দেড়টা নাগাদ তাদের দেখতে পেয়ে আটক করে তারা | ধৃতদের নাম প্রসেনজিৎ দাস ও প্রতাপ দাস। তাদের বয়স যথাক্রমে ১৭ ও ১৬ বছর বলে জানা গেছে | তারা উভয়েই দক্ষিণপাড়ার বাসিন্দা বলে জানা গেছে| দুজনেই পানিতার হাই স্কুলের দশম শ্রেণির পড়ুয়া | তাদের কাছ থেকে মোট ১ লক্ষ ৯১ হাজার টাকার পণ্য উদ্ধার করা হয়েছে | এমনকি তাদের ব্যাগে ৫০টি ‘ভিনাত-৪০০’ ওষুধের বাক্স পেয়েছে | সাধারণত এই ওষুধটি ব্লাড ক্যানসার সহ অন্যান্য জটিল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে | প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে,ধৃতরা টাকার জন্য এই কাজ করেছে | ১০০০ টাকা করে পেত তারা | এর আগে ৬ থেকে ৭ বার এই কাজ করেছে বলে জানিয়েছে তারা। বসিরহাটের তিরমণি পাড়ার রাসেল হোসেন নামে এক ব্যক্তি তাদের দিয়ে এই কাজ করাতেন বলে জেরায় জানিয়েছে তারা | বাজেয়াপ্ত জিনিসগুলি সহ চোরাচালানকারীদের বসিরহাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে |