Breaking News

দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি বাড়ি পুড়ে ছাই! তদন্তে বাসন্তী থানার পুলিশ

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি বাড়ি পুড়ে ছাই হল | এই মর্মান্তিক ঘটনাটি সোমবার দুপুরে ঘটেছে বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বড়িয়া পুকুরপাড়া এলাকায় | দমকলের একটি ইঞ্জিনের প্রায় ঘন্টাদেড়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে | স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে বড়িয়া পুকুরপাড়া গ্রামের বাসিন্দা মিহির বৈরাগীর বাড়ি থেকে আগুনের কুন্ডুলি ও ধোঁয়া বের হতে থাকে | সেই আগুন দেখতে পায় স্থানীয়রা | সাথে সাথে দৌড়ে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন গ্রামবাসীরা|কিন্তু আশেপাশের পুকুরগুলি শুকিয়ে গিয়েছিল | ফলে অনেকদূর থেকে বালতি করে জল নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন | ততক্ষণে অবশ্য প্রতিবেশী অজিত বৈরাগী ,অমিয় বৈরাগী ও আনন্দ বৈরাগীদের ঘর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে | একের পর এক ঘর পুড়তে থাকে |

অগ্নিকাণ্ডের ভয়াবহতার কথা পৌঁছয় বাসন্তী থানার পুলিশের কাছে | ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার আইসি আব্দুর রব খান ও তাঁর সহকর্মী প্রদীপ দাস ও সোনাতন কর্মকার সহ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে | স্থানীয় গ্রামবাসীরা ও বাসন্তী থানার পুলিশের প্রচেষ্টায় প্রায় ১০০ মিটার দুর থেকে পাম্প মেশিন চালিয়ে ডেলিভারী পাইপের সাহায্যে জল ঢেলে আগুন আয়ত্বে আনার চেষ্টা করেন | অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন | প্রায় ঘন্টাদেড়েকের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ওই পরিবারগুলোর সমস্ত আসবাবপত্র,গুরুত্বপূর্ণ কাগজ ও নথীপত্র ,লক্ষাধিক টাকার ধান ভর্তি গোলা,চাল এবং হাঁস মুরগি সহ চাল দরকারী কাগজপত্র হাঁস মুরগি সহ গৃহস্থের সমস্ত জিনিস পত্র সম্পূর্ণ ভাবে ভষ্মীভূত হয়ে গেছে | এই ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্যে আশ্বাস দেওয়া হয়েছে | তবে কিভাবে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *