দেবরীনা মণ্ডল সাহা :- শেষ দফায় ২৯শে এপ্রিল ভোট বীরভূম জেলার ১১ আসনে | ভোটের মুখেই রদবদল করা হল বীরভূম জেলা পুলিশে | বদল করা হল জেলার দুই থানার ওসিকে | এবার সরানো হল নলহাটি ও দুবরাজপুর থানার ওসিকে | অসুস্থ থাকায় সরানো হয়েছে তাঁদের বলে সূত্রের খবর |
বীরভূমের নলহাটি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শেখ মহম্মদ আলি বেশ কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন | এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি | তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জয়দেব আউটপোস্টের দায়িত্বে থাকা রঞ্জিত বাউরিকে | রঞ্জিতের জায়গায় জয়দেব আউটপোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর বিপ্লব দত্তকে | অন্য দিকে, দুবরাজপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত সিংহকে সরিয়ে দেওয়া হয়েছে| তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে বোলপুর থানার সাব ইন্সপেক্টর প্রসেনজিত দত্তকে |তবে আপাতত দেবব্রতকে কোথাও পোস্টিং দেওয়া হয়নি | প্রসঙ্গত, রাজ্যে নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই পুলিশ মহলে একাধিক রদবদল করেছে কমিশন। এই বদল নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শেষ দফার ভোটের আগেও জারি থাকল এই বদলের ধারা| নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতেই এই রদবদল বলেই জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে |