Breaking News

মিলছে না অ্যাম্বুল্যান্স!কোভিডে বিকল্প পরিষেবা দিতে ৩০০ অ্যাপ-ক্যাব নামাচ্ছে সিটু

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- করোনা সংক্রমণের জেরে রাজ্যে ক্রমশ অপ্রতুল হয়ে পড়েছে অ্যাম্বুল্যান্স পরিষেবা | তাই এই বিপদের সময় বিকল্প পরিষেবা দিতে এগিয়ে এল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু | মঙ্গলবার থেকে সিটু সমর্থিত কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের পক্ষে ৩০০টি অ্যাপ-ক্যাব শহর কলকাতায় | কোভিড রোগীদের হাসপাতালে নিয়ে যেতে বিপাকে পড়তে হচ্ছে রোগীর পরিবারকে | বারবার ফোন করলেও মিলছে না অ্যাম্বুল্যান্স | গাড়ির ব্যবস্থা যদিও বা হচ্ছে, চালকরা আকাশছোঁয়া দর হাঁকাচ্ছেন | ফলে হাসপাতালে পৌঁছতে পারছেন না অনেকেই | এই অবস্থায় করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে চাইছে সিপিএমের শ্রমিক সংগঠন | আপাতত ৩০০টি অ্যাপ-ক্যাব নিয়ে শুরু হচ্ছে এই পরিষেবা |

৪ জন স্বেচ্ছাসেবকের মোবাইল নম্বর নেটমাধ্যমে দেওয়া হয়েছে|  আপতকালীন নম্বরে ৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন ২৪ ঘণ্টা | তাঁদের ফোন করে কোভিড আক্রান্ত রোগীর অবস্থান জানিয়ে কোনও নির্দিষ্ট হাসপাতালে যেতে চাইলেই অল্প সময়ের ব্যবধানে পাওয়া যাবে অ্যাপ-ক্যাব | শুধুমাত্র কলকাতা নয়, ফোন করলে গাড়ি পৌঁছে যাবে জেলাতেও | সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপাতত তাঁদের পোস্টার |ওলা বা উবর অ্যাপের মাধ্যমে বুক করা যাবে না গাড়িগুলি | বদলে এই চারটি ফোন নম্বরে–9874404040, 9007774116, 967400858 এবং 9748463237 ফোন করলে গাড়ির ব্যবস্থা করা যাবে | ভাড়া নির্ধারিত হবে অ্যাপ ক্যাবের হারেই | সিটু-র পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক অনাদি সাহু বলেন, ‘‘জরুরি ভিত্তিতে এই পরিষেবা শুরু করা হল | ধীরে ধীরে অ্যাপ-ক্যাবের সংখ্যা বাড়ানো হবে | কোভিড আক্রান্ত রোগী যাতে কোনও ভাবেই বিনা চিকিৎসায় মারা না যান, সে কথা মাথায় রেখেই আমরা এই পরিষেবা শুরু করলাম |” তবে তিনি আরও বলেন,”কোনও চালককে তাঁর অনিচ্ছা সত্ত্বেও এই পরিষেবা দিতে জোর করা হবে না | আর যাঁরা পরিষেবা দেবেন, তাঁদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে | সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনেই এই পরিষেবা দেবেন তাঁরা |’’ সিটু সমর্থিত অ্যাপ ক্যাবের অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *