Breaking News

করোনা প্রাণ কেড়েছে হাওড়া জেলা দায়রা আদালতের ২ আইনজীবীর, যার জেরে ১০ দিন কর্মবিরতিতে হাওড়া আদালতের আইনজীবীরা

প্রসেনজিৎ অধিকারী , হাওড়া :- করোনায় মৃত্যু হয়েছে হাওড়া জেলা দায়রা আদালতের ২ আইনজীবীর | এই পরিস্থিতি বিচার করে বুধবার থেকে ১০ দিন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন | করোনার সংক্রমণের জেরে মৃত্যু বাড়ছে গোটা দেশেই | এর প্রভাব পড়েছে হাওড়া আদালতেও| ইতিমধ্যেই হাওড়া জেলা দায়রা আদালতের ২ আইনজীবীর মৃত্যু হয়েছে | সংক্রমণ রুখতে এবার হাওড়া আদালতে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল হাওড়া আদালতের আইনজীবীদের সবকটি সংগঠন | আগামিকাল ২৮ এপ্রিল থেকে মে মাসের ৭ তারিখ পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এ প্রসঙ্গে হাওড়া আদালতের ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরীর সভাপতি সমীর বসু রায়চৌধুরী জানিয়েছেন,তিনটি বার এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তকে মান্যতা দিয়ে তারাও আগামিকাল থেকে আদালতের কাজকর্ম করবেন না | তিনি আরও বলেন তারা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন যাতে হাওড়া কোর্ট চত্বর যথাযথভাবে স্যানিটাইজ করা হয়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *