নিজস্ব সংবাদদাতা:-কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআই-এর নজরে পড়লেন তথাগত বসু। ইতিমধ্যেই হুগলির চন্দননগর পুলিস কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসুকে আজ তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই নিজাম প্যালেসে গিয়ে পৌঁছেছেন আইপিএস অফিসার তথাগত বসু। সূত্রের খবর রাজ্যে এই প্রথম কোনও আইপিএস অফিসারকে কয়লা পাচার কাণ্ডে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এর আগে তথাগত বসু হুগলি জেলার পুলিস সুপার ছিলেন। সেই সময় কয়লা পাচার করতে হুগলি জেলাকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু পুলিস সুপার পদে থাকা সত্ত্বেও কেন সেই পাচারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি আপাতত এই নিয়েই তথাগত বাবুর সাথে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। প্রসঙ্গত, এই মাসের চলতি সপ্তাহের প্রথম দিক থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল ইডির তল্লাশি। এরমধ্যে একাধিক জায়গায় তল্লাশির পরেও লালার খোঁজ মেলেনি, তাই এবার লালার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে বাধ্য হয় সিবিআই। সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন, আর তারমাঝেই চলছে একাধিক প্রস্তুতি। আর তার মাঝেই চলছে লালাকে খোঁজার প্রস্তুতি। গত সোমবার গড়িয়া, রানিগঞ্জ, শ্রীরামপুর, আসানসোলের ইসিএল কর্মী এবং বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি লালা-ঘনিষ্ঠ ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার বাঙুর, লেকটাউনের ৩টি বাড়িতে তল্লাশি চালানো হয়। এছাড়াও কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গের সঙ্গে দুবাই যোগের বিষয়টিও স্পষ্ট হয়েছে।