নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-শাসক বিরোধী তরজা অব্যাহত|সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূলের সভার আগে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘায় বিজেপির এক দলীয় কার্যালয়ে হামলা ও বিজেপির দলীয় পতাকা ছেঁড়ার ঘটনা ঘটল | এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে দিঘায় ব্যাপক উত্তেজনা ছড়ায়| বিজেপি দলীয় সূত্রে অভিযোগ, রবিবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে |
এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে | এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা | এমনকি, রাস্তায় টায়ার জ্বালিয়েও প্রতিবাদ বিক্ষোভ করেন তারা | এরপর ঘটনার খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে আসে | পুলিশি আশ্বাসে অবরোধ ও বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব|অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল| শাসক দলের পাল্টা দাবি, বিজেপির নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে| গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি |