Breaking News

পুনর্নির্বাচনের দিনও উত্তেজনা শীতলকুচিতে! ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে দলের পতাকা লাগানো গাড়িতে বিজেপি প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার :- পুনর্নির্বাচনের দিনও কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে উত্তেজনা| ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মনের বিরুদ্ধে | পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আইসি-কে তোপ তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের | রীতিমতো হুমকির সুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি| প্রসঙ্গত, চতুর্থ দফার দিন শিরোনামে উঠে এসেছিল শীতলকুচির এই ১২৬ নম্বর বুথ | এরপর আজ পুনর্নির্বাচন হবে বলে ঘোষণা করে নির্বাচন কমিশন | আর এই দিনেও কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে উত্তেজনা | ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মনের বিরুদ্ধে | পাশাপাশি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আইসি-কে রাস্তার মধ্যে কার্যত তুলোধনা করেন শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় | পুলিশ কমিশনের দালাল বলেও এদিন অভিযোগ করেন তিনি | সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী | নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের নির্বাচন কমিশনের |গত ১০ এপ্রিল শীতলকুচির ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁ নামে ৪ স্থানীয় বাসিন্দা | ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা | যার জেরে ওই দিন বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ | আর আজ ফের সকালে ভোট শুরু হওয়ার পর বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় উত্তেজনা ছড়ায় এলাকায় | তবে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোটগ্রহণ চলছে ওই বুথে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *