প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহাজাতি সদন তথা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার রবীন্দ্র সরণি | অষ্টম দফার ভোটের সকালে ফের বোমা পড়ল কলকাতায় | এবার বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ |এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে | সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার রবীন্দ্র সরণিতে বোমাবাজির ঘটনা ঘটে ৷এ দিন সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে ছিলেন জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত | অভিযোগ, রবীন্দ্র সরণিতে ট্রামলাইনের কাছ দিয়ে যখন তাঁর গাড়ি যাচ্ছিল, তখন সেই গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় | যদিও তাঁর গাড়ি বেরিয়ে যাওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে | ট্রামলাইনের ওপর বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায় | বিজেপি প্রার্থীর দাবি, তাঁকে ভয় দেখানোর জন্যই এ ভাবে বোমা ফেলা হয়েছে | বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত বলেন, ‘তৃণমূলের লোকেরা বোমা ফেলেছে, আমাকে ভয় দেখানোর জন্য | কিন্তু আমি ভয় পাচ্ছি না | তৃণমূল হেরে যাবে বলে এই কাজ করছে|’ তবে পিছন থেকে বোমা ফেলায় দুষ্কৃতীদের দেখতে পাননি বলে জানিয়েছেন তিনি|এভাবে খাস কলকাতায় ভোটের দিন পরপর দুটি বোমা পড়ার ঘটনা নজিরবিহীন | পুলিশ,কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে খোদ কলকাতায় এমন বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী |