Breaking News

করোনার জেরে যাত্রী সংখ্যা নগণ্য ! ১৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় আগেই হাওড়া, শিয়ালদহে লোকাল ট্রেন বাতিল করতে দেখা গেছে | এরই মাঝে রাজ্যে করোনার গ্রাফ উর্দ্ধমুখী হওয়ায় বাইরে বেরোতে ভয় পাচ্ছেন সকলেই | যার জেরে বাস কিংবা ট্রেন যাত্রী সংখ্যা এখন তলানিতে | আর এই কারণেই পূর্ব রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের শাখায় ১৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের অনুমতি দিল রেল বোর্ড | গত ২৬ এপ্রিলের দেওয়া রিপোর্টে উল্লেখ রয়েছে, করোনা আবহে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না | তাই ওই ১৯ টি রুটের ট্রেন অস্থায়ী ভাবে বন্ধের অনুমতি চেয়েছিল পূর্ব রেল | বৃহস্পতিবার ১৯টি ট্রেন বাতিলের প্রস্তাবকে সমর্থন জানিয়ে রেল বোর্ড পূর্ব রেলকে তা কার্যকর করতে বলেছে বলেই জানা গিয়েছে | যদিও আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে জানা যায়নি এখনও | তবে সূত্রের খবর, আগামী দু-একদিনের মধ্যেই রেল বোর্ডের সিদ্ধান্তকে কার্যকর করবে পূর্ব রেল | ১৯ টি ট্রেনের মধ্যে হাওড়া থেকে বাতিল হচ্ছে আটটি, এছাড়াও তালিকায় রয়েছে শিয়ালদহ, কলকাতা, মালদহ, ভাগলপুরের কিছু ট্রেন | দীর্ঘ কিছুদিন ধরেই ২০ শতাংশের নীচে যাত্রী হওয়া রুট গুলিও অস্থায়ীভাবে বন্ধ করছে পূর্ব রেল | যার মধ্যে রয়েছে ট্রেন হাওড়া-রামপুরহাট স্পেশ্যাল, হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশ্যাল, হাওড়া-দানাপুর স্পেশ্যাল, আসানসোল-হলদিয়া স্পেশ্যাল, শিয়ালদহ-রামপুরহাট স্পেশ্যাল, ভাগলপুর-আজমের স্পেশ্যাল, হাওড়া-রামপুহাট স্পেশ্যাল, হাওড়া-আজিমগঞ্জ স্পেশ্যাল, কাটোয়া-আজিমগঞ্জ স্পেশ্যাল, হাওড়া-আসানসোল স্পেশ্যাল, কলকাতা-লালগোলা স্পেশ্যাল, হাওড়া-সিউড়ি স্পেশ্যাল, নবদ্বীপ ধাম-মালদহ টাউন স্পেশ্যাল, ভাগলপুর-মুজফফরপুর স্পেশ্যাল, মালদহ-দিল্লি স্পেশ্যাল, মালদহ-কিউল স্পেশ্যাল, আসানসোল-টাটা স্পেশ্যাল, হাওড়া-শান্তিনিকেতন স্পেশ্যাল, আসানসোল-দিঘা স্পেশ্যাল | এদিকে, রেলকর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ায় হাওড়া, শিয়ালদহে লোকাল ট্রেন বাতিলের তালিকা প্রায় একই রয়েছে | এছাড়াও স্টেশনে কিংবা ট্রেনে মাস্ক ছাড়া যাত্রীদের ভিড় দেখে চিন্তিত রেলকর্তারা | জরিমানা করলেও হুঁশ না ফেরায় কড়া সিদ্ধান্ত নিতে পারে রেল | বৃহস্পতিবার হাওড়া স্টেশনে ২৯জন মাস্কবিহীন যাত্রীকে জরিমানা করা হয় | শিয়ালদহেও ১৮ জনের মতো একই অপরাধ করে জরিমানা দেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *