Breaking News

করোনাকালে শিয়ালদহ শাখায় কমছে ট্রেন!চম্পাহাটিতে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে জখম যাত্রী, রেল অবরোধ

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে চম্পাহাটি স্টেশনে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যাত্রী | ট্রেনের সংখ্যা কমানোয় ভিড় বাড়ার কারণেই দুর্ঘটনা| এই অভিযোগে সকাল ৮টা থেকে রেল অবরোধ শুরু করেন যাত্রীরা| করোনা পরিস্থিতিতে ট্রেনের সংখ্যা কমছে শিয়ালদহ শাখায়| আর তার জেরেই ট্রেনে বাড়ছে নিত্যযাত্রীদের ভিড় | প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়েই ভিড়ে যাতায়াত করছেন বহু মানুষ | আর সেই ভিড়ের কারণেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল শিয়ালদহ দক্ষিণ শাখায় | চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যুবক | শুক্রবার সকালে ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা | ক্যানিং থেকে ৭ টা ২০ মিনিটে একটি ট্রেন ছেড়ে যাচ্ছিল শিয়ালদহের দিকে | চম্পাহাটি স্টেশন থেকে সেই ট্রেনে ওঠেন এক যুবক | ভিড়ের কারণে ট্রেনের কামরার ভিতর প্রবেশ করতে পারেননি তিনি, ঝুলন্ত অবস্থায় দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন | আর ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে পড়ে যান তিনি | তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে | রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে কালিকাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় | এই ঘটনার পর চম্পাহাটি স্টেশনে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা |তাঁদের অভিযোগ, ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ায় প্রত্যেক ট্রেনেই প্রচুর ভিড় হচ্ছে | এই কারণেই এ ধরনের দুর্ঘটনা | তাঁরা অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *