Breaking News

ভোট মিটতেই ফের চিটফান্ডকাণ্ডে নয়া মোড়! স্থাবর, অস্থাবর মিলিয়ে রোজভ্যালির ৩০৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

দেবরীনা মণ্ডল সাহা :- বঙ্গে নির্বাচন শেষ হতে না হতেই ফের আর্থিক সংস্থার তদন্তে সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি |স্থাবর-অস্থাবর মিলিয়ে রোজভ্যালির ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি | শুক্রবার টুইট করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা| রোজভ্যালি সংস্থার প্রায় ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে | এর মধ্যে স্থাবর-অস্থাবর, দু’ধরনের সম্পত্তিই রয়েছে | ইডির তরফে টুইট করে এই খবর প্রকাশ করে জানানো হয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা আর্থিক দুর্নীতি দমন আইনের নির্দিষ্ট ধারা মেনে রোজভ্যালির এসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে |

এর মধ্যে রয়েছে জমি, বাড়ি, গাড়ি | রোজভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ | ইডি এবং সিবিআই, দুই সংস্থাই তাদের বিরুদ্ধে তদন্ত করছে | বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সেই মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের মার্চ পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি | ওই সংস্থায় লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সংস্থার আরও স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে ওই সময়েই ইডি জানিয়েছিল | বছরের গোড়া থেকেই আর্থিক সংস্থা নিয়ে তদন্তে গতি এনেছে ইডি এবং সিবিআই | জানুয়ারির প্রথমার্ধেই রোজভ্যালি সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেপ্তার করে সিবিআই |গৌতমকে আগেই গ্রেফতার করেছে সিবিআই | ২০১৫ সাল থেকে জেলে তিনি | শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ, রোজভ্যালির বিপুল অঙ্কের টাকা পাচার করেছেন তিনি | ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ বিভিন্ন জায়গায় টাকা সরিয়ে দিয়েছেন বলেই দাবি | বিদেশে ওই টাকা পাঠিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হয়েছে | রোজভ্যালির গয়নার দোকান ‘অদ্রিজা’র ডিরেক্টর ছিলেন শুভ্রা | সেখান থেকেও কোটি কোটি টাকার গয়না তিনি অন্যত্র সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ | শুভ্রা কুণ্ডু এখনও সিবিআই হেফাজতে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *