Breaking News

করোনার থাবা! যার জেরে এবার উচ্চমাধ্যমিক নিজের স্কুলেই, বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা পরিস্থিতির জেরে এবার বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা | করোনার পরিস্থিতিতে এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা | পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি | ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস | শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ |

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ | রাজ্যেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা|এই পরিস্থিতিতে শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় | তাতেই বলা হয়েছে, কোভিড পরিস্থিতি এবং অন্যান্য কারণে ২০২১ সালের একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হল। একাদশ শ্রেণির পড়ুয়াদের সবাইকেই দ্বাদশে উত্তীর্ণ করা হবে|অন্যদিকে উচ্চমাধ্যমিকের যে পরীক্ষা ১৫ জুন থেকে শুরু হওয়ার কথা, তার দিনক্ষণে কোনও বদল এখনও না আনা হলেও জানানো হয়েছে | নিজেদের স্কুলেই পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা | একইসঙ্গে সময়সীমায় বদলের কথাও বলা হয়েছে | অর্থাৎ সকাল ১০টা থেকে যে পরীক্ষা প্রত্যেক বার হয়, তা দু’ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে | সেক্ষেত্রে দুপুর ১২টা থেকে ৩টে ১৫ পর্যন্ত পরীক্ষা হবে | বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, করোনা পরিস্থিতির উপর সংসদের নজর রয়েছে | প্রয়োজনে এ বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *