প্রসেনজিৎ ধর, কলকাতা :- কয়লাকাণ্ডে এবার জ্ঞানবন্ত সিংকে তলব করল সিবিআই | ৪ মে অর্থাৎ মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ডিরেক্টর অফ সিকিউরিটি জ্ঞানবন্ত সিংকে| খোদ এবার রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটিকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | সূত্রের খবর, যে সময় এ রাজ্যে রমরমিয়ে কয়লা পাচার হয়েছে, সে সময় এডিজি আইনশৃঙ্খলা ছিলেন জ্ঞানবন্ত সিং |তার আগে পশ্চিমাঞ্চল আইজিও ছিলেন তিনি| যে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে এই কয়লার চোরাকারবার চলেছে | তদন্তকারীরা জানতে চান, একজন পদাধিকারী প্রশাসক হিসাবে কী ব্যবস্থা নিয়েছিলেন তিনি | একইসঙ্গে বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের কয়লা সিন্ডিকেটের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল কি না তাও জানতে চান তদন্তকারীরা | কয়লা কেলেঙ্কারির তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক জনকে জেরা করা হয়েছে | বেশ কয়েকজনকে নিজেদের হেফাজতেও নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা | বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা | সিবিআইয়ের দাবি, কয়লা পাচারকারীদের টাকা কোনওভাবে জ্ঞানবন্ত সিংয়ের কাছে পৌঁছেছিল কিনা, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে ওই পুলিশ আধিকারিককে| সিবিআইয়ের দাবি, কয়লা-তদন্তে একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন জ্ঞানবন্তের সঙ্গে পাচারকারীদের যোগ রয়েছে বলে সূত্রের খবর | এ নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই জানিয়েছে | খোদ রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটিকে তলব নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক |