দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই বাংলার ভোটগণনা |তারই মধ্যে শনিবার রাজভবনে এলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী | রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি|এই সাক্ষাৎ ঘিরে জল্পনা দানা বেঁধেছে | যদিও সূত্রের খবর, রাজ্যের তথা দেশের করোনা পরিস্থিতি নিয়ে তিনি মতামত ব্যক্ত করতে গিয়েছিলেন | খানিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে | তবে এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হচ্ছে রাজভবনের তরফে | বাংলার বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী | তারপর থেকেই জনসভা থেকে রোড-শো পর্যন্ত প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে| ভোটের ফলাফলের আগেই রাজভবনে তাঁর আগমন নিসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা | যদিও সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে মহাগুরুর সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক | রাজভবনের তরফে এ প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি | প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় হয়ে গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠকে রয়েছেন মিঠুন | আলোচনা শেষে মিঠুন জানান, “রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি | সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল | আমি যখন অসুস্থ হয়ছিলাম তখন রাজ্যপাল আমার শারীরিক অবস্থার খোঁজ নেন | সুস্থ হয়েই তাঁর সঙ্গে দেখা করতে এলাম | দুজনে চা খেলাম, আড্ডা মারলাম | ব্যাস। এমনটাই দাবি করলেন মিঠুন |” তবে সৌজন্য সাক্ষাৎ হলেও, বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে কিছু আলোচনা হতেই পারে দুজনের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল |